প্রচণ্ড ঝাঁকুনিতে ফের কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার
এক দিনের ব্যবধানে ফের প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। নতুন আঘাত হানা এ ভূমিকম্পটি আগেরটির চেয়েও বেশ কয়েকগুণ শক্তিশালী।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ভূমিকম্পটি দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চলে আঘাত হানে। এর আগে বৃহস্পতিবার একই অঞ্চলে আঘাত হেনেছিলো ৬ দশমিক ৪ মাত্রার প্রচণ্ড এক ভূমিকম্প, যা ছিলো গেলো দুই দশকে এ অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটি সেটির চেয়েও ভয়াবহ।
মার্কিন ভূতাত্বিক জরিপের ‘ইউএসজিএস’ বরাত সংবাদমাধ্যম দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, নতুন ভূমিকম্পটির মাত্রা ছিলো রিকটার স্কেলে ৭ দশমিক ১, যা বৃহস্পতিবারে আঘাত হানা ভূমিকম্পের চেয়ে ১১ গুণ বেশি শক্তিশালী ও বিধ্বংসী।
এটির উৎপত্তি স্থল পূর্ববর্তী ভূমিকম্পের উৎপত্তি স্থলের নিকটেই, রিজক্রেস্ট শহর থেকে ১১ মাইল উত্তর-পূর্বে ও লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৫০ মাইল উত্তরে।
শুক্রবারের এ ভূমিকম্পের ঘটনায় এখনও কোনো প্রাণহানীর খবর না পাওয়া গেলেও একাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি সড়কে বড় ফাটলও দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় কার্ন কাউন্টির মুখপাত্র মেগান পারসন জানান, ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান। অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হলেও প্রাণহানীর কোনো ঘটেনি।
এছাড়া লস অ্যাঞ্জেলেসের অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো। পরে তা আবার স্বাভাবিক করা হয়।
ভূমিকম্পটির কম্পনের মাত্রা এতই ছিলো যে এটি পার্শ্ববর্তী নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস ও মেক্সিকোতেও অনুভূত হয়েছিলো।