বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অ্যাপল’কে আপেল বানিয়ে ফেললেন পাকিস্তানের উপস্থাপিকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৪ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার

পাকিস্তানের এক টিভিতে লাইভ অনুষ্ঠান চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আলোচক অ্যাপলের আয় নিয়ে কথা বলছিলেন। ওই সময় উপস্থাপিকা বলেন, এখন আপেলের দাম বেড়ে গেছে। তার এই হাস্যকর বক্তব্য ওই সময় উপস্থিত আলোচকদের হতভম্ব করে দেয়।

অনেকেই মার্কিন টেক প্রতিষ্ঠান অ্যাপল ও আপেল ফলের মধ্যকার পার্থক্য বুঝতে পারেন না। কিন্তু টেলিভিশনে লাইভ আলোচনার মধ্যে কেউ যদি এমন ভুল করে বসেন, তবে সোশ্যাল মিডিয়ার যুগে তার কি রক্ষা আছে? রক্ষা নেই। আর বিষয়টি খুব দ্রুতই সোশ্যাল মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী উপস্থাপিকা এক প্যানেলিস্টকে নিয়ে অ্যাপলের ব্যবসা প্রসঙ্গে আলোচনা করছিলেন। প্যানেলিস্ট বলছিলেন, ‘অ্যাপলের আয় পাকিস্তানের বাজেটের চেয়ে বেশি। সে সময় ওই উপস্থাপিকা বলে ওঠেন, ‘হ্যাঁ, আমি শুনেছি একটা অ্যাপলও এখন অনেক দামি।’

উপস্থাপিকার এ কথা শুনে হতভম্ব প্যানেলিস্ট ভুল ধরিয়ে বলেন, ‘আমরা অ্যাপলের ফোন প্রসঙ্গে আলাপ করছি। ফল নিয়ে নয়।’

এদিকে পাকিস্তানে কোনো টিভি উপস্থাপকের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। কয়েক দিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের সংবাদ সম্মেলনেও এমনই এক হাসির ঘটনা ঘটেছিল।