বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রিন্সেস হায়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার

বিপুল অর্থ নিয়ে পালিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া। সঙ্গী করে নিয়ে গেছেন দুই সন্তানকে। এরপরই তার বিরুদ্ধে নানা অভিযোগ আসছে।

ছেলে-মেয়ে নিয়ে পালিয়ে যাওয়া হায়া’র বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। যাতে বলা হয়েছে, দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল হায়ার। এ বিষয়ে স্ত্রী সন্দেহও করতেন দুবাই শাসক। এরপরই জীবনের ভয়ে পালিয়ে যান হায়া। পালানোর জন্য তিনি কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। দুবাই ছাড়ার সময় নতুন জীবন শুরু করতে তিনি ৩১ মিলিয়ন পাউন্ড অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।

 

 

হায়ার ওই দেহরক্ষী একসময় ব্রিটেনের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কাজ করতেন। বর্তমানে হায়া ব্রিটেনের কেনসিংটন প্রাসাদের কাছে নিজের বাড়িতে অবস্থান করেছেন যার আর্থিক মূল্য ৮৫ মিলিয়ন পাউন্ড। 

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুমের সঙ্গে অক্সফোর্ড স্নাতক হায়ার বিয়ে হয়েছিল ২০০৪ সালে। ১৫ বছরের সংসারের ইতি টেনেছেন হায়া। হায়া জর্দানের বাদশাহ আবদুল্লাহর সৎ বোন। এই রাজকন্যা ছিলেন মাকতুমের ষষ্ঠ ও কনিষ্ঠ স্ত্রী। মাকতুমের বয়স ৬৭ আর হায়ার বয়স ৪৫। বিভিন্ন স্ত্রীর ঘরে দুবাইয়ের এ শাসকের ২৩ সন্তান রয়েছে।