সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

‘শুধু পরীক্ষায় নয়, জীবনেও জিপিএ-৫ পেতে হবে’

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেছেন, সম্প্রতি পিএসসি ও জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফল প্রমাণ করে যে, এ প্রতিষ্ঠানের আলাদা সক্রিয়তা রয়েছে, রয়েছে শ্রেষ্ঠত্ব ও কৃতিত্ব।

তিনি বলেন, শুধু পরীক্ষায় জিপিএ-৫ পেলে হবে না, জীবনেও জিপিএ-৫ পেতে হবে। তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকের অঙ্ক মেলানো যতটা সহজ, জীবনের অঙ্ক মেলানো ততটা সহজ নয়। জীবনের অঙ্ক মেলানো বড়ই জটিল এবং কঠিন। জীবনের অঙ্ক মেলাতে হলে নিজেকে জীবনবোধ, মুল্যবোধ ও মানবিকবোধ সম্পন্ন করে তুলতে হবে।

তিনি বলেন, আজ আমাদের সন্তানেরা একাকি হয়ে পড়ছে, তারা তাদের আত্মীয়-স্বজনদের চিনতে চায় না, আজ তারা অনুভূতি হারিয়ে ফেলছে। আমাদের সন্তানদের অনুভূতিশীল করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যে সন্তান তার আত্মীয়-স্বজনদের যদি ভালোবাসতে না শেখে, তাহলে আমার দেশকে ভালোবাসবে কী করে।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে যে দেশ, সেই দেশের প্রতি সন্তানদের মমত্ববোধ, প্রেম, ভালোবাসা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে তাকে ইংলিশ অথবা বাংলা মিডিয়ামে পড়িয়ে কোনো লাভ হবে না। তাই সন্তানদের মধ্যে জীবনবোধ সৃষ্টি করতে হবে। আর সন্তানদের যদি সত্যিকারার্থে জীবনের জিপিএ-৫ পাওয়াতে হয় তাহলে প্রথমে তাদের মাঝে সৃষ্টি করতে হবে আত্মবিশ্বাস।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে মনে রাখতে হবে পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত। যদি মনে তোমার সাহস না থাকে, তাহলে জেতার আশা করও না। যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কি না, তাহলে মনে রেখো তুমি হেরেই গেছ। হারবো ভাবলে হারতে তোমার হবেই। কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তির ওপর। মনের কাঠামোতে যদি তুমি ভাবো তোমার কাজের মান নিচু তাহলে তুমি নিচেই থাকবে। আর যদি তুমি ওপরে উঠতে চাও তাহলে নিজের মনে সংশয় রেখ না। কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না। মনে রাখতে হবে জীবন যুদ্ধে সব সময় বলবান বা দ্রুতগামীরা জেতে না, যে আত্মবিশ্বাসে অটল সে আজ হোক বা কাল হোক জিতবেই। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে সময়োপযোগী এ আয়োজন করায় আয়োজদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

মঙ্গলাবর (২৫ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজেন, কলেজের কোটপাড়া আরসিআরসি রোডে অবস্থিত ক্যাম্পাস-২  চত্বরে  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. সেলিম তোহা এসব কথা বলেন।

সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি ছিলেন- কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ব ব্যাংকের ডি ডাব্লিউ এসএমপি’র সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী হাবিবুল্লাহ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় কুমার মৈত্র ও সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ড. আমানুর আমান।

স্বাগত বক্তর‌্য রাখেন- সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অ্যাড. মোসাদ্দেক আলী মণি। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হারুন-উর-রশিদ। আলোচনাসভা শেষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।