বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আবেগ থাকলে প্রেমিকাকে চড় মারা যেতেই পারে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

দু'সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে শাহিদ কাপুর অভিনীত ছবি ‘কবীর সিং’। তবে এ ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘অ্যান্টি হিরো’ হিসেবে শাহিদের অভিনয়ের প্রশংসা হলেও নেশাগ্রস্থ ডাক্তার হিসেবে তার চরিত্র নিয়ে চলছে সমালোচনা। 

এরইমধ্যে প্রথমবারের মতো ‘কবীর সিং’ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ছবিটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 

 

 

সাক্ষাৎকারে সন্দীপ জানিয়েছেন, তেলুগু ‘অর্জুন রেড্ডি’ তৈরির সময়ই তিনি জানতেন ছবিটি হিট হবে। তবে চার চারটি ভাষাতেই যে একই ‘ম্যাজিক’ দেখানো হবে, তা আশা করেননি। তার কথায়, কবীর সিং ৩০০ কোটি পার করবে।

একইসঙ্গে কবীর সিংয়ের চরিত্র নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন পরিচালক। তবে তাতে আরো বিতর্কের আশঙ্কাই দেখা যাচ্ছে। 

 

সন্দীপ রেড্ডি বলেন, আমরা যখন গভীরভাবে কাউকে ভালোবাসি, তখন প্রেমিক বা প্রেমিকাকে চড় মারা কোনো বিষয়ই না। আবেগ থাকলে এগুলো কোন বিষই নয়, আর এগুলো হবেই।