১০৫ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৪ এএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
নতুন করে ১০৫ জন সুপ্রিম কোর্টের আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৭ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার এর ৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০৫ জন বিজ্ঞ আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
সেই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০১৭ সালের জুনে ২৭ জন এবং অক্টোবরে ২৫ নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকবে। এর আগে নিয়োগ হওয়া সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি সদয় অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের অনুলিপি প্রেরণ করা হয়েছে।