বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ইন্দোনেশিয়ায় আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির ভৌগলিক সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯ মাত্রা। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

গত বছর ইন্দোনেশিয়ায় বেশ কয়েকবার ভূমিকম্প ও সুনামির মতো প্রকৃতিক দুর্যোগ আঘাত হানে।

২০১৮ সালে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে অন্তত ৪ হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।