বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদুল আজহার আগে সব বেতন ভাতা পরিশোধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

আসন্ন ঈদুল আজহার আগে গার্মেন্টসহ সব শ্রমিকের বেতন, ভাতা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি। 

সোমবার (৮ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহার আগে শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির ৪৩তম সভায় এ সিদ্ধান্ত হয়। 

পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম বলেন, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিল্প কারখানার মালিকদের বলা হয়েছে আসন্ন ঈদুল আজহার আগে সব বেতন ভাতা পরিশোধ করতে হবে। এতে তারা রাজি হয়েছেন। 

ঈদুল আজহার আগে আরেকটি সভা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সেই সভায় কত তারিখের মধ্যে মালিকরা বেতন-বোনাস পরিশোধ করবেন তা নির্ধারণ করব। তবে ঈদের আগেই দিয়ে দিতে হবে। পরবর্তী সভা এ মাসের শেষ দিকেই হবে বলেও জানান তিনি।

সচিব আরো বলেন, আমরা যাতে সুন্দরভাবে সব শ্রমিকের বেতন-ভাতা, বোনাস দিয়ে বাড়িতে ঈদ করার জন্য পাঠাতে পারি; অত্যন্ত সুন্দরভাবে তারা তাদের ঈদুল আজহা উদযাপন করতে পারেন, আমরা সেই সহযোগিতা চেয়েছি।

আমি আশা করি স্টেকহোল্ডাররা আগের মতো এবারও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।