মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপদে যে দোয়াগুলো পড়ে আল্লাহর আশ্রয় চাইবেন

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জীবনে যেকোনো সময় কঠিন পরিস্থিতি আসতে পারে। বিপদে পড়লে মহান আল্লাহ্‌র কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। কিছু দোয়া রয়েছে যেগুলো পাঠ করার মাধ্যমে বিপদের সময় আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইতে পারেন- 

 

দোয়া ১- দোয়ার মাঝে সবচাইতে উপকারী দোয়া হচ্ছে দোয়া ইউনুস। 

তিমি মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) এই দোয়া করেছিলেন এবং কঠিন বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন।

لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লা-আনতা, সুবহা’-নাকা ইন্নি কুনতু-মিনায-যোয়ালিমিন। 

অর্থ : হে আল্লাহ) তুমি ছাড়া আর কোনো মা’বুদ নাই, তুমি পবিত্র ও মহান! নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত।

বিপদ আপদ বা দুঃশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয়। যতবার ইচ্ছা ততবার পড়বেন। এতবার পড়তে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি নিজের জন্য নিজে দোয়া করবেন, আল্লাহর কাছে সেটাই বেশি পছন্দনীয় যদিও সেটা অল্প হোক।

 

দোয়া ২- প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন-

بِسْمِ اللّهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِه شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মায়া ইসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম।

 

দোয়া ৩- দুঃখ ও দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণগ্রস্থ হওয়া থেকে মুক্তির জন্য দোয়া- 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আ’জযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বোলাই’দ-দ্বাইনি ওয়া গালাবাতির রিজা-ল। 

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুঃশ্চিন্তা ও দুঃখ থেকে, অলসতা ও অক্ষমতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের বোঝা ও মানুষের নির্যাতন-নিপীড়ন থেকে। [বুখারী : ২৮৯৩]

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এ দুআ’টি বেশি বেশি করে পড়তেন।