বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্যারিসে বন্ধ হচ্ছে ট্যুরিস্ট বাস

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

অতিরিক্ত পর্যটকের কারণে বিরক্ত প্যারিসের বাসিন্দারা। এদিকে শহর কর্তৃপক্ষ বলছে, ভেনিস, বার্সেলোনার মতো পর্যটকদের ভিড়ে স্বকীয়তা হারাতে পারে প্যারিস। যাতে এই ঘটনা না ঘটে, তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হচ্ছে। তারমধ্যে অন্যতম, ট্যুরিস্ট বাস বন্ধ করা হবে। খবর ফ্রান্স ২৪।

প্যারিসের ডেপুটি মেয়র এমান্যুয়েল গ্রেগরি জানিয়েছেন, পর্যটকদের বাস যাতে শহরে প্রবেশ করতে না পারে সেজন্য কড়া নীতি করা হবে। প্যারিসের বাইরে তৈরি হবে পার্কিং লট। এই বাসগুলো প্যারিসের প্রাণকেন্দ্রে আর চলবে না। পর্যটকদের ভিড়ে নাভিশ্বাস উঠছে প্যারিসের। সেটা রুখতেই এই সিদ্ধান্ত।

তবে প্যারিসে পর্যটকদের জন্য অন্যান্য সুবিধা আগের মতোই থাকছে। গ্রেগরির কথায়, পর্যটকরা চাইলেই জনসাধারণের বাস, সাইকেল ব্যবহার করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই।

এদিকে ভেনিসে একই সমস্যা ক্রুজ নিয়ে। রাজকীয় এই ক্রুজগুলির সঙ্গে একাধিক ছোট নৌকোর ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই সব দুর্ঘটনা এড়াতে ক্রুজগুলি নিষিদ্ধ করার দাবি তুলেছেন স্থানীয়রা। আমস্টারডামে বছর বছর পর্যটক যে হারে বাড়ছে, তাতে বিজ্ঞাপন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার পর্যটন বোর্ড।