বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ওয়াশিংটন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। এমনকি দেশটির প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বেসমেন্টেও পানি ঢুকেছে।

এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসি ও এর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৮ জুলাই) সকাল থেকে প্রায় দিনব্যাপী ওয়াশিংটন ডিসিতে মূষলধারে বৃষ্টি হয়। এতে মেট্রো স্টেশনগুলোতে পানি উঠতে শুরু করে। রিগান ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এ অব্স্থায় কলম্বিয়াতেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেয় স্থানীয় আবহাওয়া অধিদরপ্তর।

সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু জায়গায় পানি বাড়ে। জলাবদ্ধতার কারণে বন্ধ থাকে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। বন্যায় রাস্তা তলিয়ে যাওয়ায় বহু যানবাহন ডুবে যায়। চরম দুর্ভোগে পড়েন নাগরিকরা। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।