ডিজারজেন্ট আবিষ্কারের আগে যেভাবে কাপড় পরিষ্কার করা হতো
লাইফস্টাইল ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫২ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
সাবান বা ডিটারজেন্ট ছাড়া কাপড় পরিস্কার করার কথা ভাবাই তো অসম্ভব। কিন্তু যখন বাজারে কাপড় ধোয়ার জন্য এসব ছিল না, তখন কী করা হতো? চলুন জেনে নেই পুরোনো দিনের গল্পগুলো-
সাদা ছাই: এটা শুনে হয়তো আবাক হচ্ছেন! হ্যাঁ, একসময় কাঁথা, কম্বলসহ সকল ধরনের মোটা কাপড় পরিষ্কার করার জন্য ছাই ব্যবহার করা হতো। এই ছাই তৈরি করা হতো কলা পাতা কিংবা সরিষার ডাটাকে আগুনে পুড়িয়ে। আর সেগুলো মেশানো হতো গরম পানিতে। তারপর কাপগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হতো।
শিমুল ফুল: একসময় কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হতো শিমুল ফুল। গাছের নিচে পড়ে থাকা শিমুল ফুল সংগ্রহ করে রোদে শুকিয়ে নেয়া হতো। এরপর সেগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে খানিকটা চুন বা চুনের পানি মিশিয়ে মণ্ড বানানো হতো। এই মণ্ড দিয়ে সব ধরনের পোশাকই পরিষ্কার করা হতো।