বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরবে নিকি মিনাজের কনসার্ট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

আলোচনা-সমালোচনার ভেতর সৌদি আরবের নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন মার্কিন র‌্যাপার নিকি মিনাজ। সামনের সপ্তায় কনসার্টটি হওয়ার কথা ছিল।

রক্ষণশীল সৌদি আরবের মতো দেশে মিনাজের গান গাওয়ার কথা শুনে গোটা বিশ্ব অবাক হয়েছিল। দেশটি গত কয়েক বছরে শিল্প ক্ষেত্রে নিজেদের ট্যাবু ভাঙার চেষ্টা করছে। তবু মিনাজের মতো শিল্পীর সেদেশে যাওয়ার খবর আলোচনার ঝড় তোলে।

কনসার্ট বাতিল করার কারণ হিসেবে মিনাজ বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি সৌদি আরবে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নারী অধিকার এবং এলজিবিটিকিউ কমিউনিটির প্রতি এটি আমার সম্মান।’

ওই কনসার্টে মদ নিষিদ্ধ থাকার কথা ছিল। এছাড়া নারীদের আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক) পরতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে নারীদের একটা অংশ নাখোশ ছিলেন। তারা বলছিলেন, নিকি মিনাজের গানগুলো যৌনতায় ভরা এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ।

এমন অবস্থার মধ্যে এক সপ্তাহের মাথায় কনসার্ট বাতিলের ঘোষণা দেন নিকি মিনাজ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘ভেবে চিন্তে জেদ্দায় বিশ্ব ফেস্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আমি শুধু সৌদি আরবে আমার ফ্যানদের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু এই ইস্যুটিকে নিয়ে ভালভাবে জেনে আমার মনে হয়েছে নারীদের অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দেয়া আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

তবে সৌদি আরবে হঠাৎ করেই কেন এই আন্তর্জাতিক কনসার্ট সঙ্গে নিকি মিনাজের ডাক এ নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা গেল বছরের অক্টোবরে দেশটিতে সাংবাদিক জামাল খাগোসির হত্যাকাণ্ডে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। সঙ্গে মানবাধিকার সংস্থাও বিষয়টা নিয়ে সবসময় তৎপর ছিল।