বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিউনিসিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

তিউনিসিয়ার উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের উদ্ধার করা হয়। দেশটির ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। 

দেশটির ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম ইদ্দিন জেবালি জানান, নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ছাড়ার পর কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারীরা সোমবার রাতে অভিযান চালিয়ে ৭১ আরোহীকে তীরে ফিরিয়ে নিতে সক্ষম হন। 

জেবেলি জানান, উদ্ধারকারীদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন মরোক্কান, ৮ জন মিসরীয়, ৭ জন আলজেরিয়ান, চারজন সুদানি, দু’জন শাদ নাগরিক ও একজন তিউনিসীয় নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদ ও ভালো আছেন।

প্রসঙ্গত, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি দেয়ার ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীরা প্রধানত লিবিয়াকেই ব্যবহার করে থাকেন। গেল সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকা ডুবে যায়। 

এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে এক শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। ওই নৌকায় থাকা অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।