বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে ক্লাসে শিক্ষকদের সেলফি তোলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীর হাজিরা নিশ্চিতে হাজিরা খাতার ব্যবহার বহুকাল থেকেই। তবে শিক্ষকদের হাজিরার জন্য অভিনব পদ্ধতির নির্দেশ দিল ভারতের উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার শিক্ষা অধিদফতর।

জেলার সকল সরকারি স্কুলের শিক্ষকদের এখন উপস্থিতি জানান দিতে ক্লাসের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার নির্দেশ দিয়েছে স্থানীয় শিক্ষা অধিদফতর।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের উপস্থিতির হারে নজর রাখতে এমন পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। তারা যে স্কুলে এসেছেন সে বিষয়ে জানানোর জন্যই এমনটা করতে হবে শিক্ষকদের। প্রতিদিন সকাল ৮টার আগে এসে ক্লাসের সামনে সেলফি তুলতে হবে শিক্ষদের। ওই সেলফি প্রতিদিন আপলোড করতে হবে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওয়েব পেজে।

জেলার শিক্ষা কর্মকর্তার দেওয়া বিবরণ অনুযায়ী, যেসব শিক্ষকরা ওই নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে সেলফি তুলতে পারবেন না তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে একদিনের জন্য বরাদ্দ টাকা।

উত্তরপ্রদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ভি পি সিং ওই এক বিবৃতিতে জানিয়েছেন, ওই সেলফিগুলো নিরীক্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পাঠানো হবে।