রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৩ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
২৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার উদ্ধার করা হয়।
এরপরই রাত সাড়ে ১১টার দিকে পদ্মা এক্সপ্রেস টেন ছেড়ে আসে রাজধানীর উদ্দেশে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, বুধবার রাতে রাজশাহীর চারঘাট এলাকায় তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে কাজ শুরু করে।
এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়ে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।