বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৪ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ সব সময় নাগরিকদের পাশে আছে, থাকবে।

শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্ত্রীকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্য তাদের চিকিৎসা দেব। আগামীকাল থেকে প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে।

তিনি বলেন, যদি কোনো নাগরিক ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কাছে আসতে না পারেন তাহলে আমাদের ফোন করলে স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাসায় চলে যাবে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসি) সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি আরো বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বিগত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি। তাই নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি, অচিরেই নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ১১ জুলাই সুপ্রিমকোর্টের আইনজীবী ডিএসসিসির কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, একজন সম্মানিত নাগরিক ডিএসিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেটি আইনজীবীরা দেখবেন। আমি নৈতিক দায়িত্ববোধ থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেখতে এসেছি।

মামলাকারী আইনজীবীর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন মেয়র এসেছেন, এখনো কি ক্ষতিপূরণ চান? এর জবাবে তিনি বলেন, আমি যে আইনি নোটিশ পাঠিয়েছি সেটি শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। ক্ষতিপূরণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন।

এ সময় আইনজীবী তানজিম তার বাসায় এসে স্ত্রীর খোঁজ খবর নেয়ার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।