বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীর্ঘদিন পর একসঙ্গে নোবেল-শখ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

দীর্ঘদিন পর আবারো এক ঘণ্টার নাটকে একসঙ্গে অভিনয় করছেন মডেল নোবেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। নাটকটির নাম ‘অহংকার’। শনিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প লিখেছেন সাব্বির চৌধুরী। চিত্রনাট্য তৈরি করেছেন রিয়াজুল আলম শাওন আর পরিচালনা করবেন শেখ সেলিম।

নির্মাতা শেখ সেলিম বলেন, দর্শকদের কথা ভেবে নোবেল ও শখকে নিয়ে নাটক নির্মাণ করছি। আজ উত্তরায় শুটিং শুরু করছি। এর পর আরো একদিন কাজ করবো।

গল্প প্রসঙ্গে তিনি বলেন, অহংকার পতনের মূল। বেশি সম্পদশালী হয়ে গেলে কিছু মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। বলা যায়, অহংকারী হয়ে উঠে। শেষে কিন্তু পতনও হয়। খুব সাধারণ একটি গল্প। তবে অনেক শিক্ষণীয় বিষয় আছে এতে।

 

নোবেল বলেন, এখন আর আগের মতো অভিনয়ের খুব একটা সুযোগ হয়ে উঠে না। খুব বেছে বেছে কাজ করা হয়। এই নাটকের গল্পটি সাধারণ হলেও দর্শকের মনে দাগ কাটবে। তাই এতে অভিনয় করা। আর শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সবসময়ই দারুণ। আশা করি, দুজন মিলে সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

নাটকটি যৌথভাবে এটি প্রযোজনা করছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব। এতে আরো অভিনয় করছেন সুব্রত বড়ুয়া, রিনা খান, শাহরুখ, মোশাররফ হোসেন প্রমুখ। নাটকটি আসছে ঈদে প্রচারিত হবে।