বৃষ্টির মজা লুফে নিতে তৈরি করুন চটপটা ‘চুরমুর’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার
বৃষ্টিতে একটু মচমচে, ঝাল ধরনের খাবার খেতেই বেশি ভালোবাসেন সবাই। ফুচকা, চুরমুর খেতে পছন্দ করে না এমন বাঙালির সংখ্যা খুবই কম। তাই বৃষ্টির দিনের বিকেলটাকে আরো বেশি উপভোগ করতে তৈরি করে ফেলুন সুস্বাদু, মুখরোচক চুরমুর। আর এটি তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: সেদ্ধ আলু ২টি টুকরো করা, ফুচকা ১০টি, ভাজা মশলা ১ টেবিল চামচ (আস্ত জিরা, ধনে, শুকনো মরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করা), লবণ স্বাদমতো, বিটলবণ ২ চা চামচ, তেঁতুলের ক্লাথ ১ টেবিল চামচ, লেবুর রস ৩ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ ছোলা ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আন্দাজমতো।
প্রণালী: একটা বাটিতে আলু, লবণ, বিটলবণ, ভাজা মশলা, সেদ্ধ ছোলা, লেবুর রস, তেঁতুল, ধনেপাতা কুচি একসঙ্গে ভাল করে মেখে নিন। সব শেষে ফুচকা ভেঙে মিশিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু চুরমুর।