বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া তিন সমঝোতা-নথি সই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫০ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি সই হয়েছে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োনের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সমঝোতা স্মারক ও নথি সই হয়। 

সহযোগিতার জন্য একটি সমঝোতা হয়েছে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির সঙ্গে সমঝোতা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। আর সংস্কৃতি বিনিময়ে নথি সই করেছে দুই দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

এর আগে লি নাক ইয়োন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তিনি কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শেখ হাসিনা।

এরপর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর শেখ হাসিনা ও লি নাক ইয়োনের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পরে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন লি নাক ইয়োন। 

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। লি সেখানে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং গাছের চারা রোপণ করেন।

তিন দিনের সরকারি সফরে শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসেন।