দেশের উন্নয়নের চিত্র জাতিসংঘে তুলে ধরলেন পরিকল্পনামন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
জাতিসংঘের সদর দফতরে এক সভায় দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জাতিসংঘের সদর দফতরে এক সভায় দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্বের (জিপিডিসি) সিনিয়র লেভেল মিটিংয়ে (এসএলএম) এ চিত্র তুলে ধরেন তিনি।
প্রথমবারের মতো আয়োজিত জিপিডিসির এই সিনিয়র লেভেল মিটিংয়ে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী ফোরামটির কো-চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন এবং কার্যকর উন্নয়ন অংশীদারিত্ব- উভয় বিষয়েই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। চলমান বৈশ্বিক অর্থনৈতিক দৃশ্যপট অনুযায়ী, এসডিজি অর্জনে বাংলাদেশ দারুণ সফলতার সঙ্গে এগোচ্ছে। আমরা দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনতে পেরেছি, যা ২০০৫ সালে ছিল ৪০ শতাংশ।
তিনি আরো বলেন, টেকসই প্রবৃদ্ধি ও এর উচ্চ ধারা অব্যাহত রাখতে আমরা ব্যাপক কর্মসংস্থান, অসমতা দূর, লিঙ্গ সমতা নিশ্চিত ও সমগ্র সমাজ দৃষ্টিভঙ্গির মতো কৌশলগুলো বাস্তবায়ন করছি। পাশাপাশি উন্নয়ন অংশীদারদের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব সৃষ্টি করেছি।
এসডিজি ও জিপিইডিসির লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ এবং কার্যকর আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রয়োজন বলে উল্লেখ করেন উচ্চ পর্যায়ের এ সভার বক্তারা।