বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৯ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, ঈদ এলেই পরিবহন খাতে ভাড়া নিয়ে শুরু হয় নৈরাজ্য। যাত্রীদের জিম্মি করে দ্বিগুন-তিনগুন ভাড়া নেয়া হয়। টিকিট ছেড়ে দেয়া হয় সিন্ডিকেটের হাতে। যাত্রীদের বেশি দামে টিকিট কিনতে বাধ্য করা হয়।

তিনি বলেন, প্রতিবছরই ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীসহ সড়ক ও জনপথ বিভাগের ভ্রাম্যমাণ আদালত টার্মিনালগুলোতে অভিযান চালালেও ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধ হয়নি। গেল ঈদ-উল-ফিতরেও অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো চিত্র দেখা গেছে।

 

আগামী মাসে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা পালিত হবে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে গ্রামের উদ্দেশে রওনা হবেন চাকরি ও ব্যবসার কারণে ঢাকায় বসবাসকারীরা।  

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু পরিবহন মালিক চাচ্ছেন ভাড়া যাতে বেশি আদায় করা না হয়। কিন্তু কিছু অসাধু লোক ভাড়া বাড়ানোর সঙ্গে জড়িত। মালিক প্রতিনিধি নিশ্চিত করেছেন অতিরিক্ত ভাড়া নেয়া হবে না। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন- পুলিশ প্রধান, আনসার প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে যাতে যানজট তৈরি না হয় সেজন্য আগামী ৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজেএমইএ ও বিকেএমইএ বিষয়টি সমন্বয় করবে। আমরা বিশেষভাবে মনিটরিং করবো।

 

তিনি আরো বলেন, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি।

মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস, ট্রেন এবং নৌপথে যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। সড়কপথে ফায়ার সার্ভিসের টিম থাকবে। কোনো দুর্ঘটনা ঘটলে তারা কাজ করবেন।

ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী যাতে ঈদ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সারাদেশে নিরাপত্তা পর্যাপ্ত থাকবে। বিশেষ করে ডিপ্লোমেটিক এলাকায় বেশি নিরাপত্তা থাকবে। ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।

পশুর হাট বিষয়ে মন্ত্রী বলেন, রাস্তার পাশে কোনো প্রকার পশুর হাট বসতে পারবে না। পশুর হাটে বা রাস্তায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা থাকবে।

 

পশুর হাট সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বন্যা আসছে তাই নির্দিষ্ট স্থানে হাট বসতে না পারলে ডিসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হাটে অস্থায়ী র‌্যাব-পুলিশ থাকবে, সিসিটিভি ক্যামেরাও রাখতে হবে। টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নেয়া যাবে। পশুর হাটে দৃশ্যমানভাবে হাসিলের চার্ট টাঙিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গরুর হাটে সন্ধ্যাকালীন টাকা লেনদেনে বুথ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে। তারা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাস্তায় পশুবাহী গাড়ি বা লোড গাড়ি থামানো হবে না। নৌপথেও কোনো ট্রাক থামানো হবে না। নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে যাওয়া ট্রাকগুলোর সামনে তাদের গন্তব্য লিখে রাখতে হবে। তারা নির্দিষ্ট স্থানে গিয়েই থামবে। ফলে মাঝপথে থামিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। কেউ গাড়ি আটকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

চামড়া পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত এলাকায় চামড়া পাচাররোধে নজরদারি বৃদ্ধি করা হবে।

বরগুনার আলোচিত রিফাত হত্যার ঘটনায় রিফাতের বাবা রিফাতের স্ত্রী মিন্নির গ্রেফতারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের মধ্য দিয়েই সব বেরিয়ে আসবে। বিষয়টি তদন্তাধীন, অপরাধী যেই হোক বের হয়ে আসবে।