সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে ‘হেলমেট পর্ব ২’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
শুধু নিজেকে না, উভয়ই হেলমেট পরুন। এই সামাজিক বক্তব্যকে উপজিব্য করে সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেলমেট পর্ব ২’। কিছুদিন আগে ‘ত্রয়ী স্টুডিও’ এবং নিকেতনের বেশ ক’টি লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়।
রহমান শেলির পরিচালনায় চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৈকত ইসলাম। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পর্কে তিনি বলেন, আমি সাধারণত বেশির ভাগ সময়ে সামাজিক সচেতনতামূলক বা বক্তব্যধর্মী সংক্ষিপ্ত ছবিতে কাজ করে থাকি। তাই বরাবরের মতো এবারও সামাজিক বক্তব্যকে নির্ভর নির্মিত সংক্ষিপ্ত ছবিতেটি কাজ করেছি। যাতে সকলের জন্য একটি বার্তা দেয়া হয়েছে।
চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত জীবনের নিত্য দিনের বাহন হলো সাইকেল বা মোটর সাইকেল। কিন্তু রাস্তায় বের হলেই প্রতিনিয়ত দেখা যায়, এই দু’টি বাহনের চালকদের হেলমেট বিষয়ক সচেতনতার হার খুবই কম। হয় চালক হেলমেট পরেন নি বা চালকের সাথের যাত্রী হেলমেট বিহীন। যদিও সাম্প্রতিক সময়ে হেলমেটের ব্যাপারে আইন যথেষ্ঠ কঠোর।
এতে সৈকত ইসলাম ছাড়া আরো অভিনয় করেছেন, জলিল ও বেবি আলভিরা প্রমুখ।