রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

দোকানের স্মার্ট ফোনটি আসলেই নতুন তো! বুঝবেন যেভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

নতুন ভেবে পুরোনো ফোন কিনে আনার অভিজ্ঞতা অনেকেরই আছে। শুধু ফোন নয়; অনেকে এভাবে ল্যাপটপ কিনেও প্রতারিত হন। অথচ একটু সতর্ক হলেই খুব সহজে ব্যবহৃত প্রযুক্তি পণ্য চেনা যায়।

কোড চেক করুন
কম্পিউটার কিংবা ফোনের মতো প্রযুক্তি পণ্যগুলোতে সবসময় বিশেষ একটি কোড দেয়া থাকে। যা একটির সঙ্গে আরেকটি মিলবে না। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আগে কেউ ব্যবহার করেছে কি না, সেটি এই কোড যাচাই করে বুঝতে পারবেন না। 

এই কোডের মধ্যে বারকোড কিংবা আইএমইআই নম্বর অনলাইনে থাকে। যেমন আইফোন বিক্রির পর এর কোড রেজিস্টার্ড করা হয়। সেটি করা হলেই ওয়ারেন্টির সময়সীমা শুরু হয়।

 

র‌্যাপিং দেখুন
সবসময় ইনটেক পণ্য নিতে চাইবেন। দোকান থেকে কেনার সময় আগে বক্স খেয়াল করুন। কেউ খুলে থাকলে সেটি বোঝা যাবে।