রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

স্মার্টফোন পানিতে পড়ে গেছে? এই কাজগুলো ভুলেও করবেন না

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০১ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

অসাবধানতা বা ধাক্কা লেগে আপনার হাত ফস্কে সাধের মোবাইল ফোনটি পানিতে পড়ে গেছে! হঠাৎ করেই এ রকমটা হতে পারে। এতে বেশিরভাগ সময়ই স্মার্টফোনটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। অথচ কিছু জিনিস এড়ালে অনায়াসেই ফোনটি আপনি বাঁচাতে পারবেন। সেগুলি কী কী?

১.  পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকনোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের যন্ত্রাংশ গলে যেতে পারে।

২. ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্ট-এর সঙ্গে যুক্ত করবেন না। এতে বিদ্যুৎ লাগার ভয় থাকে।

 

৩. আপনার ভেজা ফোনটি ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এক্ষেত্রেও একই ভয়ের আশঙ্কা রয়েছে।

৪. এই সময় কোনো মতেই আপনার ফোনে লাগানো সিম কার্ডটি খুলবেন না। নচেৎ সিম খোলার সময় পানি ঢুকে যেতে পারে।

৫.  কোনোভাবেই ভেজা ফোন ব্যবহার করা যাবে না। সবার আগে সেটিকে সুইচ অফ করতে হবে।

৬.  পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয় ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভিতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৭.  কোনো মতেই ফোনের ব্যাটারি খুলে রাখবেন না।

৮.  ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে আপনার ফোনে কতটুকু পানি ঢুকতে পারে, তা জানান। ফোনটি কীভাবে পানিতে পড়েছে, সে বিষয়েও জানান। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরো অনেক বেশি ক্ষতি করে দিতে পারে। 

৯. ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।