অনলাইনে হয়রানি রোধে ইনস্টাগ্রামের ফিল্টার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৩ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

নতুন দু’টি ফিল্টার এনেছে ইনস্টাগ্রাম। এটি অনলাইনে হয়রানি রোধ করবে। খবর এনগেজেট।
নতুন ফিল্টারের প্রথমটি ব্যবহার করে নেতিবাচক মন্তব্য না করার বিষয়ে সাবধান করা যাবে মন্তব্যকারীদের। আর দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে ঝামেলা সৃষ্টি করতে পারে—এমন ফলোয়ারদের মন্তব্য পর্যালোচনার জন্য আটকে রাখা সম্ভব হবে।
এসব ছাড়াও দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে আগে থেকেই এ ধরনের ফলোয়ারদের একটি তালিকা তৈরি করে রাখতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতে করে ওই ব্যবহারকারী ঠিক কখন লগ-ইন করছেন বা তিনি তালিকায় থাকা ফলোয়ারদের পাঠানো ডিরেক্ট মেসেজ পড়েছেন কিনা, এসব তথ্যও গোপন থাকবে।
এনগেজেট এর খবরে বলা হয়, অতীতেও অনলাইন হয়রানি রোধে নেতিবাচক মন্তব্য ফিল্টার আউট করার মতো ফিচার নিয়ে এনেছিল ইনস্টাগ্রাম।