টিকটকের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৮ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

অল্প সময়ে ভালো জনপ্রিয়তা পেয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। চীনভিত্তিক প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে অবৈধভাবে ভারতীয়দের তথ্য চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। ভারতের লোকসভায় জিরো আওয়ারে বক্তৃতা দেয়ার সময় টিকটক অ্যাপের কার্যক্রমকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা শশী থারুর। খবর পিটিআই, গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
তবে এমন অভিযোগ নাকচ করে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয়দের তথ্য চীনে পাঠানো হয় না। টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতের সাংসদের এ অভিযোগ সম্পূর্ণ অসত্য। গ্রাহকের সুরক্ষা আমাদের কাছে সবার আগে।
লোকসভার বক্তব্যে শশী থারুর বলেন, তথ্যের সুরক্ষায় এখন পর্যন্ত ভারতের উল্লেখযোগ্য কোনো কাঠামো নেই। এক্ষেত্রে তথ্য বেহাত হওয়া এবং নজরদারির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহ্বান জানাচ্ছি।
টিকটক কর্তৃপক্ষ জানায়, যেসব দেশে আমরা ব্যবসা করি, সব দেশের স্থানীয় আইন মেনে চলি। চীন সরকারের টিকটক ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের কোনো উপায় নেই। এমনকি চায়না টেলিকমের সঙ্গেও টিকটকের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রে শিশুদের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করার অভিযোগে ৫৭ লাখ ডলার জরিমানার মুখে পড়ে টিকটক।