রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

গুগল লাইভ ট্রান্সলেটরে যুক্ত হল বাংলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

গুগল লাইভ ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা ফিচারে যুক্ত হয়েছে আরো ৬০টি ভাষা। এরমধ্যে অন্যতম হচ্ছে বাংলা। খবর দ্য ভার্জ।

বাংলা ছাড়াও যেসব ভাষা যুক্ত হয়ে তারমধ্যে উল্লেখযোগ্য হল- আফ্রিকান, অ্যারাবিক, এস্টোনিয়ান, গ্রিক, হিন্দি, ইগবো, জাভানিজ, কুর্দিশ, লাটিন, লাটভিয়ান, মালয়, মঙ্গোলিয়ান, নেপালি, পশতু, পার্সিয়ান, সামোয়ান, সেসথো, স্লোভেনিয়ান, সোহাইলি, থাই, ভিয়েতনামিজ ও ওয়েলশ।

দ্য ভার্জ এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নতুন আপডেটটি পাচ্ছেন বিশ্বের ১ শতাংশ ট্রান্সলেট ব্যবহারকারী। অন্যান্য ব্যবহারকারীরাও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আপডেট সুবিধা পাবেন।

 

এছাড়া গুগল জানিয়েছে, ৮৫ শতাংশ উন্নত অনুবাদ সেবা প্রদান করবে নতুন এই আপডেট। লাইভ ক্যামেরা দিয়ে কোনো লেখার ছবি ধারণ করার সময় তা যেন আরো স্থির থাকে এমন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে নতুন আপডেটটি।