রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

উইন্ডোজ ১০ থেকে বাদ দেয়া হচ্ছে পাসওয়ার্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পার্সোনাল কম্পিউটার (পিসি) থেকে বাদ দেয়া হচ্ছে পাসওয়ার্ড। এর পরিবর্তে উইন্ডোজে হ্যালো ফেস শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট বা পিন চালু করবে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পাসওয়ার্ডের চেয়ে পিন কোড অনেক বেশি নিরাপদ। চার ডিজিটের পিন কোড অনেক সহজ এবং এটি অনলাইনে ফাঁস হওয়ার আশঙ্কাও কম।

উইন্ডোজ ১০ থেকে পাসওয়ার্ড বাদ দিতে বেশ কয়েক মাস ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। আরো প্রচুর সময়ের দরকার। ভার্জ এর খবরে বলা হয়েছে, উইন্ডোজ ১০-এর পরবর্তী মূল উইন্ডোজ ১০ আপডেট পেছাতে পারে ২০২০ সাল পর্যন্ত।

 

জানা যায়, প্রত্যেক ব্যবহারকারীর জন্য উইন্ডোজ ১০ ট্রাস্টেড প্লাটফর্ম মডিউল (টিপিএম) একটি আলাদা প্রাইভেট কি মজুদ করে। টিপিএম একটি নিরাপদ চিপ, যা পিনকোড ব্যবহারকারীর লোকাল ডিভাইসে মজুদ করে। এর ফলে সার্ভার হ্যাকড করে পাসওয়ার্ড চুরি করা হলেও উইন্ডোজ হ্যালো পিনে কোনো প্রভাব পড়বে না।