বাড়ির জন্য রোবট বানাচ্ছে অ্যামাজন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

‘ভেস্তা’ নামের নতুন একটি রোবট বানাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বলা হচ্ছে মানুষের কোমড়ের সমান উঁচু রোবটটি বাড়ির মধ্যে হাঁটাচলা করবে। খবর সিএনবিসি।
সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন হোম রোবট বানাতে আগ্রহী। ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে। কণ্ঠ দিয়ে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বিল্ট-ইন ক্যামেরার সাহায্যে নিজে নিজেও চলাফেরা করতে পারবে রোবটটি।
এদিকে ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই রোবটটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে পুরো বিষয়টা এখনো প্রস্তুত হয়নি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিষ্ঠানটি।
রোবোটিকস খাতে বিনিয়োগ বাড়িয়েই চলেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। জুন মাসে গুদাম ঘরে ব্যবহারের জন্য পেগাসাস এবং শানথাস নামে দুইটি রোবট উন্মোচন করেছে তারা।