বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ অন্ধকারে নিউইয়র্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

এ যেন অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ করেই অন্ধকারে তলিয়ে যায় নিউইয়র্কের বহু বাড়িঘর। যুক্তরাষ্ট্রের এই ঝলমলে শহরে বিদ্যুৎ চলে যাওয়ায় এ পরিস্তিতির সৃষ্টি হয়। 

শনিবার সন্ধ্যায় টাইমস স্কোয়ার ও ব্রডওয়ের বিরাট অংশে বিদ্যুৎ চলে যায়। কমপক্ষে ৫০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ ছিলো না। সে সময় বহু লোক রাস্তায় বেরিয়ে আসেন।

 

এদিকে নিউইয়র্কের দমকল দফতর জানিয়েছে, ট্রান্সফর্মার পুড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে। এক কথায় শহরের বিরাট অংশে কোনো আলো ছিল না। তারা জানায়, হঠাৎ করেই এ রকম ঘটনা ঘটেছে। 

অবিশ্বাস্য মনে হলেও বিদ্যুৎ চলে যাওয়ায় সে সময় ব্রডওয়ের অধিকাংশ প্রেক্ষাগৃহের শো বন্ধ হয়ে যায়। বহু অনুষ্ঠানের শিল্পীরা রাস্তায় নেমে আসেন।

এদিন রাতে ম্যাডিসন স্কোয়ারে জেনিফার লোপেজের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সাড়ে ৯টা নাগাদ তার মঞ্চের আলো নিভে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দর্শকদের অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়।