বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে পদত্যাগ করলেন সিধু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

ভারতের পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন নভোজ্যোত সিং সিধু। রোববার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিজের পদত্যাগপত্র টুইট করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গেল ১০ জুন রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সিধু বিজেপি থেকে কংগ্রেসে যাওয়ার পর পাঞ্জাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জয়ের পর তাকে পাঞ্জাবের পর্যটন দফতরের মন্ত্রী করা হয়।

তবে সিধু মন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে মনোমালিন্য লেগেই ছিলো। তাই জল্পনা উঠেছিল, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন সিধু। অবশেষে তার অবসান হয়েছে। 

 

এদিকে সিধুর টুইটে বিষয়টি স্পষ্ট হয় যে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে ১০ জুন রাহুলের কাছে চিঠি দিয়েছিলেন সিধু। আজ নিজেই টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন।

এছাড়া সিধুর পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন বলেও টুইটে জানিয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।