বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ঘুমন্ত শহরে’ তারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

‘ঘুমন্ত শহরে’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি ও আশনা হাবিব ভাবনা। মতিয়া বানু শুকুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম রাজু। ২১ জুলাই থেকে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

তিনি বলেন, আমি আমার নির্মিত নাটকে সবসময়ই চেষ্টা করেছি আমাদের জীবনের গল্প বলতে। ঘুমন্ত শহরে নাটকে আমাদের বাস্তব জীবনের গল্পই উঠে এসেছে। সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখেই আমি নাটক নির্মাণ করি।

শিল্পীরাও আমাকে দারুণ সহযোগিতা করেন। এ জন্য যারা আমার নাটকে কাজ করেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।

 

এ নাটকে অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, রাজু ভাই নিঃসন্দেহে একজন গুনী পরিচালক। ঠাণ্ডা মাথায় তিনি শিল্পীদের কাছ থেকে কাজ আদায় করে নেন। শিল্পীরাও বেশ আগ্রহ নিয়ে কাজ করে। এটা তারই কৃতিত্ব।

একই প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, এর আগে রাজু ভাইয়ের নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ নাটকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছিলাম। রাজু ভাই বেশ আয়োজন করে যত্ন নিয়ে কাজ করেন। যে কারণে গল্পটা নির্মাণে ফুটে উঠে।

৫২ পর্বের এ ধারাবাহিকের প্রথম লটের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে সম্প্রতি। প্রথম লটে সম্পন্ন হয়েছে ১৬ পর্বের চিত্রায়ণ। এ নাটকের চিত্রায়ণ শেষ করেই লন্ডন গিয়েছেন অভিনেত্রী ভাবনা।