শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবধান! এই ভুলগুলোর কারণে অল্প বয়সেই ছানি পড়তে পারে চোখে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

চোখে ছানি পড়া খুবই স্বাভাবিক বলেই মনে করেন সবাই। তবে তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়ে বলেই সবার ধারনা। কিন্তু এখন আর এই ধরনের চিন্তা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে অনেকেই অল্প বয়সেই চোখে ছানি পড়ার সমস্যায় ভোগেন। চলুন জেনে নেয়া যাক যে কারণগুলোর জন্য অল্প বয়সেই চোখে ছানি পড়তে পারে-

১. ডায়াবেটিস ধরা পড়লে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ব্লাড সুগারের কারণে অল্প বয়সে চোখে ছানি পড়তে পারে।

২. হাইপার টেনসন বা উচ্চ রক্তচাপের কারণে চোখে অল্প বয়সেই ছানি পড়তে পারে।  

 

৩. সূর্যের অতিবেগুনি রশ্মি চোখে বেশি মাত্রায় পৌঁছলে ছানি পড়তে পারে অল্প বয়সেই। ছানি থেকে বাঁচতে সানগ্লাস ব্যবহার করুন।  

৪. অতিরিক্ত ধুমপানের অভ্যাস দৃষ্টিশক্তি যেমন কমিয়ে দিতে পারে, তেমনই এর ফলে অল্পবয়সে চোখে ছানিও পড়তে পারে।  

৫. অধিকাংশ শারীরিক সমস্যার কারণই এখন ওবেসিটি বা অতিরিক্ত ওজন। এই কারণে অল্পবয়সে চোখে ছানিও পড়তে পারে।

৬. যদি কোন কারণে কম বয়সে চোখের কোন সার্জারি হয়ে থাকে তার প্রতিক্রিয়ায় অল্প বয়সে চোখে ছানি পড়তে পারে।

৭. হাই মায়োপিয়া বা অতিরিক্ত মাইনাস পাওয়ার থাকলে অল্প বয়সেই চোখে ছানি পড়তে পারে।

৮. যদি পরিবারে অল্পবয়সে চোখে ছানি পড়ার রেকর্ড থেকে থাকে তাহলে অল্প বয়সে ছানি পড়তে পারে।

 

৯. অতিরিক্ত ধুমপানের অভ্যাস যেমন অল্প বয়সে ছানি পড়ার সমস্যা ডেকে আনতে পারে, তেমনই অতিরিক্ত মদ্যপানের কারণেও এমনটা হতে পারে।

১০. চোখে কোন আঘাত লেগে ক্ষতি হয়ে থাকলেও অল্পবয়সে ছানি পড়তে পারে।

১১. রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি হলে নানা সমস্যার সঙ্গে দৃষ্টিশক্তিও ক্ষীণ হতে থাকে। ক্রমাগত কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে অল্প বয়সেই ছানি পড়তে পারে।

১২. কোন অসুস্থতার কারণে যদি কখনো হরমোন থেরাপি করাতে হয় তাহলে অল্প বয়সেই চোখে ছানি পড়তে পারে।