প্রধানমন্ত্রী ‘বেনাপোল এক্সপ্রেস’ উদ্বোধন করবেন বুধবার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
১৯৫০ সালে ভারতের কলকাতা থেকে রেলে চড়ে বেনাপোলে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এরপর ১৯৭৪ সালে বেনাপোল পরিদর্শনে আসেন তিনি। তাই এই বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বুধবার ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৮৯৬ আসনের এই ট্রেন প্রতিদিন বেনাপোল স্টেশন থেকে ছেড়ে যশোর, ঈশ্বরদী জংশন ও ঢাকা বিমানবন্দরে যাত্রী ওঠানো-নামানোর জন্য সাময়িক বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের শেষ গন্তব্যে গিয়ে থামবে। বেনাপোল এক্সপ্রেস নন এসি শোভন ৪৮৫ টাকা, এসি চেয়ার ৯৩২ টাকা, এসি কেবিন ১৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যাত্রীদের আর কোনো চার্জ দিতে হবে না।
আধুনিক এই ট্রেনের বগিগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ট্রেনটি এরইমধ্যে চালানো হয়েছে। কোরবানির ঈদযাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। প্রতিদিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে রওনা হবে।