ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে সেজন্য আমরা জেলা প্রশাসকদের (ডিসি) আরো কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
মঙ্গলবার সচিবালয়ে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিভিন্ন জায়গায় গুদাম নির্মাণ ও নিরাপদ খাদ্যের অফিস করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এগুলো আমরা বানাবো, আমরা প্রকল্প নিয়েছি। প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে।
ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে ডিসিদের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আমরা এবার চার লাখ টন (বোরো) ধান কিনব। অথচ মঙ্গলবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার টন ধান কেনা হয়েছে। এ বিষয়ে ডিসিরা সাহায্য করছেন। সেটা আরো জোরদার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।
দেশে খাদ্য সংকটের আশঙ্কা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুত আছে। কোনো সংকট নেই।