বিচ্ছেদের পরের দিনই বান্ধবীর সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
দীর্ঘ ২৫ বছর সংসারের পর রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে ম্যাকেনজির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন আমাজনের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজ্যোস।
এই বিচ্ছেদ এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল। স্ত্রীকে ৬৯ বিলিয়ন ডলার দিতে হয়েছে তাকে। তার বান্ধবী সাবেক টিভি অভিনেত্রী সানচেজও গত বছর স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য একটি মামলা করেন।
বিচ্ছেদের পর বান্ধবীর সঙ্গে প্রথমবার জনসম্মুখে এসেছেন বেজ্যোস। রোববার উইম্বলডন ফাইনাল ম্যাচ উপভোগ করার সময় তারা ক্যামেরা বন্দী হন।
বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে বলছে, জেফের সঙ্গে তার স্ত্রী ম্যাকেনজির আনুষ্ঠিক বিবাহ বিচ্ছেদ হয়েছে শনিবার। এর পরের দিনই জেফকে দেখা যায় বান্ধবী লরেন সানচেজকে নিয়ে রজার ফেদেরার ও নোভাক জোকোভিজের উইম্বলডনের ফাইনাল উপভোগ করছেন। ফাইনাল দেখতে এসে পাঁচ ঘণ্টা গ্যালারিতে ছিলেন তিনি
যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার জানায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজ্যোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন। লরেন সানচেজ পেশায় টিভি উপস্থাপিকা এবং পাইলট। এক সময় বেজোসের ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছিল তার। চলতি বছরের শুরুতে তিনিও স্বামীকে ডিভোর্স দেন।