বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চার কিশোরের কাণ্ড, গাড়ি চুরি করে নয়শ কিলোমিটার পাড়ি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

১০ থেকে ১৪ বছরের চার দুরন্ত কিশোর-কিশোরী দল অবাক করা এক ঘটনার জন্ম দিল অস্ট্রেলিয়ায়। এই চার কিশোর-কিশোরী মিলে একটি গাড়ি চুরি করে তারা পাড়ি দিয়েছে ৯০০ কিলোমিটার পথ! 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাড়ি নিয়ে পালানো এই চার কিশোরের মধ্যে ছেলে তিনজন, অপর একজন মেয়ে কিশোরী। রোববার নিউ সাউথ ওয়েলসের গ্র্যাফটন শহর থেকে তাদের উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, সপ্তাহের শেষভাগে কুইন্সল্যান্ডের গ্রেসমেয়ার শহর থেকে নিজেদেরই এক অভিভাবকের গাড়ি নিয়ে পালিয়ে যায় এই চার কিশোর। পালানোর আগে এক কিশোর পরিবারের উদ্দেশে বিদায়ী বার্তা লিখে যায় বলে জানায় পুলিশ।

 

নিউ সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর ড্যারেন উইলিয়ামস বলেন, এই পথ অতিক্রম করতে আনুমানিক ১০ ঘণ্টা সময় লেগেছে। প্রায় ১০ ঘণ্টার এ যাত্রায় ঘুরিয়ে ফিরিয়ে সব কিশোরই গাড়ি চালিয়েছে। এত কম বয়সী একটি কিশোরের পক্ষে টানা এতক্ষণ গাড়ি চালানো সম্ভব নয় বলেই ধারণা করছেন তিনি।

রোববার বানানা শহরের একটি সার্ভিস স্টেশন থেকে পেট্রলও চুরি করেছে ওই চার কিশোর! 

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, কিশোরদের অভিভাবকের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে ১৭ বছরের নিচে কাউকে গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয়ার নিয়ম নেই।