বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৭ বার গুলি খেয়েও শান্তির বার্তা দিচ্ছে এই কুকুর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

শুনেই বলবেন, এ তো অবিশ্বাস্য! হ্যাঁ, ১৭টা গুলি খেয়ে বেঁচে আছে এই কুকুর। তবুও মাথা গরম করে কাউকে কামড় দেয়ার পক্ষে নয় সে। সে চায় শান্তি! কুকুরের এমন কাজে অনেকে হাসছেন ঠিকই, তবে বিশ্ববাসীর কাছে যে শান্তির বার্তা ছড়াচ্ছে তা প্রশংসাও পাচ্ছে।

কুকুরটির নাম ম্যাগি। দুটো চোখে গুলির চিহ্ন স্পষ্ট। গুলির আঘাতে বাদ গিয়েছে ডানদিকের কান। চোয়ালটাও গিয়েছে ভেঙে। ওয়াইল্ড অ্যাট হার্ট নামের একটি অ্যানিম্যাল চ্যারিটি সংস্থা গত বছর লেবানন থেকে উদ্ধার করে তাকে। সুস্থ হওয়ার পর পাঁচ বছরের ম্যাগি কাজ করছে ‘থেরাপি ডগ’ হিসাবে।

 

ইনস্টাগ্রাম থেকে নেয়া

ইনস্টাগ্রাম থেকে নেয়া

ওয়াইল্ড অ্যাট হার্ট থেকে বলা হয়, ম্যাগিকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ অবস্থায়। তখন সে একটি বাক্সের মধ্যে ছিল। তারপর লেবানন থেকে তাকে আনা হয় ব্রিটেনে। সেখানে সফলভাবে চিকিৎসার পর নতুন পরিবার পায় সে।

নতুন জায়গা পেয়েই থেমে যায়নি ম্যাগি। কাজ করছে ‘থেরাপি ডগ’ হিসাবে। তার জন্য প্রয়োজনীয় সব ট্রেনিংও পাশ করেছে বলে জানিয়েছেন ম্যাগির পালিকা কাসে। তিনি জানিয়েছেন, বেস কয়েকটি পরীক্ষা পাশ করে তবেই থেরাপি ডগের কাজ করতে পারছে ম্যাগি। আর এর মাধ্যমে সকলের মধ্যে হাসি ছড়িয়ে দেয়ায় লক্ষ্য তার।