রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

মাইক্রোসফট ওয়ার্ডের রেকর্ড!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

চিঠিপত্র টাইপ করা, প্রিন্ট দেয়া, ছোটখাট ডিজাইন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড বেশ জনপ্রিয়। এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে শত কোটি ইনস্টল ছাড়িয়েছে। এটি রেকর্ডও বটে! গুগলের প্লে স্টোর এমন তথ্য জানিয়েছে।

স্প্রেডশিট অ্যাপ এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোট এবং ওয়ানড্রাইভও বেশ ভালো অবস্থানে রয়েছে। প্রতিটি অ্যাপই ইনস্টল হয়েছে ৫০ কোটি বারের বেশি।

প্রযুক্তি সাইট ভার্জের খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের ইমেইল ক্লায়েন্ট অ্যাপ আউটলুক অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ১০ কোটি বারের বেশি। অ্যান্ড্রয়েড পুলিশ অবশ্য জানাচ্ছে, ডিভাইসে অ্যাপগুলো ইনস্টলের সংখ্যা প্লে স্টোরের ডাউনলোড থেকে আসেনি।

 

তবে মোবাইল ওএস নিয়ে তেমন সাফল্য পায়নি মাইক্রোসফট। বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাফল্যই স্বস্তিতে রাখছে মাইক্রোসফটকে।