বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মশা নিধন সপ্তাহ ২৫-৩১ জুলাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৯ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

ডেঙ্গুর উপদ্রবের মধ্যে আগামী ২৫-৩১ জুলাই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। 

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ তথ্য জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, সচিব হেলালুদ্দীন আহমদ।  

স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের আয়োজন করা হচ্ছে। এর স্লোগান নির্ধারণ করা হয়েছে- নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। 

 

সপ্তাহ পালনের নির্দেশনা সম্বলিত একটি পরিপত্র জারি করা হবে বলেও স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।

এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে সভাপতি করে ২১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি করা হবে। 

এছাড়া মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশন কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি, পৌরসভা মেয়রের নেতৃত্বে পৌরসভা কমিটি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমিটি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।