বঙ্গবন্ধু স্যাটেলাইটে বাণিজ্যিকভাবে সম্প্রচার চালাবে বিটিভি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাণিজ্যিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ লক্ষ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি সাক্ষর হয়।
বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহরিয়ার আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ উপস্থিত ছিলেন।
এরপর ডাক অধিদফতর ও সোনালী ব্যাংকের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও পরে টেলিটক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মধ্যে অন্য একটি চুক্তি সাক্ষরিত হয়।