বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তির অপেক্ষায় আসিফের ১৬ গান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর মানেই চমক। এই সময়ে এসে তার একেকটি গান একেকটি চমক হিসেবেই দর্শকরা গ্রহন করছেন। আর বিগত সময়ে গানের ভিডিওতে তার অনবদ্য উপস্থিতি সবার নজর কেড়েছে। গত বছর ঘোষণা দিয়েছিলেন ১০০ গান প্রকাশ করবেন। সে কথা তিনি রেখেছেন। চলতি বছরের শুরুতে এ বছর ১৩০ গান প্রকাশের ঘোষণা দেন এই গায়ক। এরইমধ্যে অর্ধেকের বেশি গান প্রকাশ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরো ১৬ গান। 

এই ১৬ টি গান এক মাসের মধ্যেই প্রকাশ করতে চান আসিফ। আগামী কয়েকদিনে মুক্তির অপেক্ষায় থাকা গানগুলোর মধ্যে রয়েছে-  'তোর কারণে সন্ধ্যা নামে' শিরোনামের একটি গান। এই গানে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জুলি। যিনি সবার কাছে বালামের বোন হিসেবেই পরিচিত। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন কিশোর। শিগগিরই আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে এই গানের  লিরিক ভিডিও প্রকাশিত হবে। 

আহমেদ রিজভীর কথায় কিশোরের সুর ও সঙ্গীতে  'একটু ভালো থাকতে চাওয়ার জন্য' শিরোনামের আরো একটি গান প্রকাশ করতে যাচ্ছেন আসিফ আকবর। এই গানটি এই কণ্ঠশিল্পীর স্ত্রী বেগম সালমা আসিফকে উৎসর্গ করা হয়েছে। 

 

সুহৃদ সুফিয়ানের কথায় আহমেদ হুমায়ুনের সুর ও সঙ্গীতে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। গানটির শিরোনাম 'ওরে আমার মন'। তরুন মুন্সীর একটি গান কাভার করেছেন তিনি। 'মায়ার চান্দে', 'সুখের সময় বন্ধু', 'ও পরানের পাখি', 'রক্ত' ও 'কতবার বলেছি তোকে' শিরোনামের গানগুলো আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত।

এ ছাড়াও, সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হবে 'আমি তুমিময়'। ধ্রুব মিউজিক ষ্টেশনের ব্যানের প্রকাশ হবে 'দেবসাস'। এস এস মিউজিক ক্লাবের ব্যানারে প্রকাশিত হবে 'কি ছিল ভুল' ও 'টোল পড়া দুই গাল' ও ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে 'লাল টিপ' শিরোনামের গান। 

এর বাইরে 'আমার বিশ্বাস' ও  'চোখের কিনারে' শিরোনামের আরো দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। আর আসছে ঈদে প্রকাশিত হবে ‘গহীনের গান’ নামের পূর্ণ দৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম। বাংলাঢোল প্রযোজিত এই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। তার সঙ্গে আরো অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ।আসিফের গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।