বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাকিবের ছোটবেলার চরিত্রে ইকবাল পুত্র সুনান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

নিজের জীবনের ৫০তম চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ। ‘বীর’ নামের এই চলচ্চিত্রটিতে নাম ভুমিকায় অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এতে শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা যাবে প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেনের পুত্র শিশু শিল্পী সুনানকে। সুনান এর আগে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে অভিনয় করে দারুন প্রশংসা কুড়ান।

সোমবার থেকে এফডিসিতে শাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত ‘বীর’র চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। সেটে শিশুশিল্পী সুনানকে দৃশ্য বুঝিয়ে দেন কাজী হায়াৎ। এরপর দীর্ঘ বিরতি ভেঙে শুরু হয় তার লাইট, ক্যামেরা, এ্যাকশন বলা। 

কাজী হায়াৎ জানান, বীর’র নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। মূলত এ চলচ্চিত্রের কাহিনী অনুযায়ী শাকিবের ছোটবেলার চরিত্রের কিছু অংশের শুটিং হচ্ছে এখন। এ  চলচ্চিত্রে শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন প্রযোজক ইকবাল হোসেনর পুত্র শিশুশিল্পী সুনান।

 

এ চলচ্চিত্রে দর্শকপ্রিয় শিল্পী সাদেক বাচ্চুও অভিনয় করছেন। এফডিসিতে কয়েকদিন শুটিংয়ের পর শাকিব খানের দৃশ্যের কাজ শুরু হবে বলে জানা যায়। এ চলচ্চিত্রে আরো অভিনয় অভিনয়শিল্পীকে দেখতে পাবেন দর্শকরা। শিগগিরই পরিচালক ও প্রযোজক তাদের নাম জানাবেন।

‘বীর’ নির্মাণের ঘোষণার পর থেকেই চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি হলে বুকিং হয়েছে।