বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষকের কাছ থেকে ধান কিনতে নীতিমালা হচ্ছে: কৃষিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩২ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা যাতে বিপুল পরিমাণ ধান সরাসরি চাষিদের কাছ থেকে কিনতে পারি সেজন্য একটি নীতিমালা হবে। প্রধানমন্ত্রী ও ক্যাবিনেটের অনুমোদন করিয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালার মাধ্যমে আমরা অগ্রসর হতে যাচ্ছি।

বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এভাবে চললে সামনে মানুষ বোরো ধান করবে না, ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাচ্ছি, আগামী বোরোতে যাতে চাষিরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য আমরা একটি পরিকল্পনা করছি। 

 

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত গুদাম নেই, এটা অনেক বড় সমস্যা। এছাড়া ক্ষেতমজুর বা শ্রমিকের খরচের জন্য ধান উৎপাদনের খরচ বেড়ে গেছে। ধানের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা যান্ত্রিকীকরণের কথা বলছি। 

কৃষিযন্ত্র কিনতে ভর্তুকির ৯ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এখান থেকেই এটা (যান্ত্রিকীকরণ) হয়ে যাবে বলেও জানান তিনি।