মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ভারতীয় বাংলা ছবির ষাট ও সত্তরের দশকের বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত মারা গেছেন। বুধবার সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, স্বরূপ দত্ত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গেল শনিবার নিজের বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান। সংজ্ঞাহীন অবস্থায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে লাইফসাপোর্টের ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ষাট ও সত্তরের দশকে বেশ কিছু জনপ্রিয় বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত ৷ অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায় ও তনুজার মতো নায়িকাদের বিপরীতে রূপালি পর্দায় অভিনয় করে কাঁপিয়েছেন তিনি।
তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল- ‘মেঘ ও রৌদ্র’, ‘আপনজন’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’, ‘হারমোনিয়াম’, ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’, ‘অচেনা অতিথি’ ইত্যাদি।