দুই দিন পর বাসায় ফিরবেন আলাউদ্দিন আলী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
তিন মাসের চিকিৎসা শেষে বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। বুধবার দুপুরে সাভারের সিআরপিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। এরপরেই তাকে এ ছাড়পত্র দেয়া হয়েছে।
এ সময় জানানো হয় তার শারিরিক উন্নতি খুবই স্থির। ছাড়পত্র দেয়া হলেও আলাউদ্দিন আলী আরো দুই দিন সিআরপি’তেই অবস্থান করবেন। দুই দিন পরে তাকে সিআরপি থেকে ঢাকার বনশ্রীর বাসায় নিয়ে যাওয়া হবে।
সিআরপি’র ফিজিওথেরাপী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডা. ফারজানা শারমিন রুমানা জানান, আলাউদ্দিন আলী দীর্ঘ ৩ মাস যাবৎ নিজের পরিচিত মানুষ, জায়গা, ঘর-বাড়ি ও আত্মীয়-স্বজন ছেড়ে এখানে আলাদা থাকছেন। এমন পরিস্থিতিতে তার মধ্যে বাড়তি একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ৩ মাসের চিকিৎসা শেষে তার স্বাস্থ্যের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তাই মনের জোর বাড়াতে নিজের পরিচিত গন্ডিতে নিয়মিত এক্সারসাইজ করাতে পারলে সামনের দিনগুলোতে তিনি আরো সুস্থ হয়ে উঠবেন।
এ সময় আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি দেশবাসীর নিকটে নিজের স্বামী জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, সিআরপি’র চিকিৎসা নিয়ে আমার স্বামী এখন অনেকটা সুস্থ হয়েছেন। গত তিন মাসে সিআরপি’র চিকিৎসক, কর্মকর্তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। আমি সিআরপির কাছে কৃতজ্ঞ।
চলতি বছরের ২২ জানুয়ারি গুরুত্বর অসুস্থ হয়ে মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হসপিটালের আইসিইউতে ভর্তি হন আলাউদ্দিন আলী। পরে তার অবস্থার অবনতি হতে থাকলে টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয়। এরপরে এ বছরের ৮ এপ্রিল ফিজিওথেরাপি চিকিৎসা নিতে তাকে সাভারের সিআরপি’তে এনে ভর্তি করা হয়।