বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেক্সিকোর মাদক সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

মেক্সিকোর মাদক সম্রাট হিসেবে পরিচিত জোয়েক এন ‘এল চাপো’ গুজমকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক হাজার ২০০ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে এই কারাদণ্ড দেয়া হয়। এই দণ্ডের ফলে তাকে ৩০ বছরের বেশি সময় কারাগারে কাটাতে হবে। খবর-বিবিসি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে জোয়েক গুজম মাদকপাচার, অর্থ পাচারসহ ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

 

২০১৬ সালে ম্যাক্সিকান কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছিলেন গুজম। পরে তিনি আবার গ্রেফতার হন। ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।

গুজম সিনালোয়া কার্টেল নামে একটি সংগঠনের প্রধান ছিলেন। যে সংগঠনটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মাদকদ্রব্য সরবরাহকারী ছিল। বিচারপ্রক্রিয়া চলার সময় এক সাক্ষী জানান, তিনি (গুজম) কার্টেলের শত্রুদের নির্যাতন করতেন।