হাতির মাংস কেটে বনভোজন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ভারতের মিজোরাম রাজ্যের স্থানীয় লোকেরা একটি মৃত হাতির মাংস কেটে নিয়েছেন। পরে তারা একসঙ্গে বসে সেই মাংস ভক্ষণ করেছেন।
সম্প্রতি রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি জঙ্গলে লক্ষ্মী নামে হাতিটির মৃত্যু হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণে ৪৭ বছরের ওই হাতির মৃত্যু হয়।
এ বিষয়ে ব্যাঙ্গালুরুর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সহপ্রতিষ্ঠাতা সুপর্না গাঙ্গুলী অভিযোগ করেছেন। ওই এলাকায় আরো বেশ কিছু হাতির অবস্থা করুণ বলে জানিয়েছেন তিনি।
এদিকে হাতির মৃত্যু ও তার মাংস কেটে খাওয়ার বিষয়টি এখনো নিবন্ধন করেনি মিজোরামের বন বিভাগ। খুব শিগগিরিই এই বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।