ইরাকে সন্ত্রাসী হামলায় তিন তুর্কি কূটনীতিক নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ইরাকের কুর্দিস্তান প্রদেশের রাজধানী ইবরিলে সন্ত্রাসী হামলায় তুরস্কের তিন কূটনীতিক নিহত হয়েছেন।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এ তথ্য জানিয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) নামের সন্ত্রাসী সংগঠন এ হামলা চালয়েছে বলে দাবি করা হচ্ছে।
ইরাকের নিরাপত্তা সংস্থার একটি সূত্র জানিয়েছে, হামলায় তুরস্কের উপ-কনসাল জেনারেলসহ আরো দুই কূটনীতিক নিহত হয়েছেন।
স্পুটনিকের খবরে বলা হয়, একটি রেস্টুরেন্টে এ হামলা হয়েছে। একজন অজ্ঞাত ব্যক্তি রেস্টুরেন্টে ঢুকে তুর্কি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেখানে থাকা তুরস্কের উপ-কনসালি জেনারেলসহ আরো দুই কূটনীতিক নিহত হন।
বাগদাদের তুর্কি দূতাবাস এ হামলার কথা নিশ্চিত করেছে। তারা এ হামলার জন্য পিকেকে’কে দায়ী করছে। পিকেক’কে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে।